ULUBERIA FIRING

বাঁকুড়ার পর এবার গুলি উলুবেড়িয়ায়, বেপরোয়া দুষ্কৃতীরা

জেলা

ULUBERIA FIRING উলুবেড়িয়ায় আগত ব্যক্তি হাসপাতালে। ছবি: মণিরুল ইসলাম

উলুবেড়িয়া থানার যদুবেড়িয়া রথতলায় ছিনতাই বাজদের গুলিতে আহত  হলেন এক ব্যক্তি। মঙ্গলবার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিনই রাজ্যের আরেক প্রান্ত বাঁকুড়া শহরেই রাস্তায় গাড়ি আটকে গুলি চালায় দুই বন্দুকবাজ। দুপুরের ওই ঘটনার পর এদিন রাতে হাওড়ার উলুবেড়িয়োয় গুলি চালালো ছিনতাইবাজরা। ক’দিন আগেই পুরুলিয়া ও রানাঘাটে খোলা রাস্তায় বন্দুকবাজরা গুলি চালিয়েছে। রাস্তায় বন্দুক উঁচিয়ে দৌড়াচ্ছে ডাকাতরা। মে’তে বারাকপুরে গয়নার দোকানে ঢুকে গুলি চালয় দুষ্কৃতীরা। মারা যান যুবক নীলাদ্রি সিংহ। 

রাজ্যে একের পর এক বেপরোয়া ছিনতাইবাজি প্রশ্ন তুলছে রাজ্য সরকার এবং পুলিশের ভূমিকায়। বেপরোয়া হামলা এবং গুলি চালানো বিপন্ন করছে নাগরিকদের। 

Comments :0

Login to leave a comment