World Table Tennis Championship 2025

বিশ্ব টেবিল টেনিসে দারুণ শুরু মনিকা মানবদের

খেলা

বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণভাবে সূচনা করলেন ভারতের মনিকা বাত্রা এবং মানব থাক্কার। কাতারের দোহায় নাইজেরিয়ার বেলো ফতিমাকে ৪-০ ফলাফলে হারালেন মনিকা। পুরুষদের সিঙ্গেলসে নিউজিল্যান্ডের টিমোথি চয়ের বিরুদ্ধে ৪-১ ব্যাবধানে জয় পেলেন মানব। নবম সিডেড ডাবলসে মানুষ শাহ এবং দিয়া চিতালে জুটি জয় পেলেও চতুর্দশ সিডে হারল হারমিত ও যশশ্বিনী জুটি। ফরাসি জুটি থিবাউ এবং লিনার বিরুদ্ধে তৃতীয় গেম পর্যন্ত ৯-৬ ব্যাবধানে এগিয়ে ছিল হারমিতরা। কিন্তু পরবর্তী ৭ম্যাচ পয়েন্ট থেকে ৬ পয়েন্ট পায় ফরাসি জুটি। চতুর্থ গেমে ১১-৮ ফলাফলই পার্থক্য গড়ে দেয় । এছাড়াও পুরুষদের সিঙ্গেলসেও হারেন হারমিত। সাথিয়ানের সঙ্গে জুটিতে ৩-১ ফলাফলে তারা হারেন অস্ট্রেলিয়ান জুটি মলদোভান এবং ম্যাকিয়েজের কাছে।

Comments :0

Login to leave a comment