কেরালায় কোচির কাছে একটি প্রার্থনা সভায় পরপর একাধিক বিস্ফোরণ হয়েছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৩৬ জন আহত হয়েছেন এবং একজন নিহত হয়েছেন।
কচি শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কালামসসারিতে একটি প্রার্থনা সভা চলাকালীন এই হয় রবিবার দুপুরে। প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছে টিফিন বক্স থেকে এই বিস্ফোরণ ঘটেছে। কালামসসারির সংসদ ইডেন জানিয়েছেন প্রার্থনা কেন্দ্রের মাঝে এই ঘটনা ঘটে। বাইরে আসার জন্য হুড়োহুড়ি লেগে গেলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ঘটনাটিকে নিন্দা জনক বলেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এলাকায় পৌঁছে গেছে প্রচুর এম্বুলেন্স স্থানীয় সব স্তরের স্বাস্থ্য কর্মীদের চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন কেরালার স্বাস্থ্য মন্ত্রী বিনা জর্জ।
ইতিমধ্যে কেরালা পুলিশ সহ এএনআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করতে শুরু করেছে।
জানা গিয়েছে ঘটনায় আহত একাধিক তাদের চিকিৎসার বন্দোবস্ত চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বিজায়নের সঙ্গে।
Kerala blast
কেরালায় বিস্ফোরণে হত এক
×
Comments :0