ফের দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। তেল বিপণন সংস্থাগুলি নতুন বছর ২০২৩ সালের প্রথম দিনে এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে দিল। তেল সংস্থাগুলি হোটেল রেস্তোরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ২৫ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। তবে, ১৪.২ কেজি ওজনের গৃহস্থালীদের ব্যবহৃত সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি। যদিও সেই দামে গ্যাস কিনতে এখন আমজনতার চোখের জল এসে যাচ্ছে।
রবিবার দাম বৃদ্ধি পাওয়ার পর এখন দিল্লিতে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য দাঁড়াল ১ হাজার ৭৬৮ টাকা। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১ হাজার ৮৭০ টাকা। মুম্বাইতে ১ হাজার ৭২১ টাকা। দাম বেড়ে চেন্নাইতে ১৯ কেজি বানিজ্যাকি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ৯১৭ টাকা।
এমনিতেই রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্যে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতেও প্রভাব পরবে আমজনতার ওপর।
Comments :0