আবাস যোজনায় সীমাহীন দুর্নীতি ও শাসকদলের নেতা কর্মীদের স্বজন- পোষণের বিরুদ্ধে নন্দকুমার ব্লকে আবাস যোজনায় প্রাপকদের দাবিকে কেন্দ্র করে মহিলা সহ সিপিআই(এম) নেতৃত্ব, কর্মীদের উপর পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং প্রকৃত প্রাপকদের আবাস যোজনার তালিকায় নাম যুক্ত করার দাবিতে সোমবার খেজুরি ২ ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত হয়।
সিপিআই(এম) খেজুরি ২ এরিয়া কমিটির পক্ষ থেকে পাঁচ শতাধিক আবেদন কারীদের আবেদন পত্র নিয়ে রত্নেশ্বর দোলুই, প্রতিমা মন্ডল, অতুল্য উকিল, স্বদেশ মাইতি, মৃন্ময় মাইতির নেতৃত্বে বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিডিও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। সমস্ত দরখাস্ত বিডিও গ্রহণ করেছেন।
এদিন বিকেল ৩টায় খেজুরি ২ ব্লকের জনকায় জমায়েত করে সিপিআই(এম) নেতা হিমাংশু দাস, সমীরেন্দ্রনাথ কলা, প্রদীপ মন্ডলদের নেতৃত্বে মিছিল করে বিডিও অফিসে পৌঁছায়। অফিসের সামনেই জমায়েত হয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় রাজ্য সরকারের দুর্নীতি ও শাসক দলের চুরি, লুট, নীতিহীন কাজের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের নগ্ন ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হন নেতৃবৃন্দ।
Comments :0