সন্দেশখালিতে তৃণমূল নেতাদের নারী নির্যাতনের প্রতিবাদে যাদবপুরের পালবাজারে পথ অবরোধ মহিলাদের।
মঙ্গলবার সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পূর্ব যাদবপুর লোকাল কমিটির উদ্যোগে পালবাজার মোড় অবরোধ করা হয়। বিক্ষোভ সভাও চলে সেখানে। বক্তব্য রাখেন মহিলা নেত্রী অপর্ণা ব্যানার্জি। সভা শেষে তারপরে মিছিল করা হয় এলাকায়।
AIDWA
যাদবপুরে মহিলাদের পথ অবরোধ
×
Comments :0