ফিবার বা FIBA ( ইন্টারন্যাশন্যাল বাস্কেটবল এসোসিয়েশন ) পশ্চিম এশিয়ান সুপার ৮ প্রতিযোগিতা থেকে এবার বাদ পড়ল তামিলনাড়ু। ভারত -পাক সামরিক লড়াইয়ের কারণে বিমান পরিষেবা বৃঘ্নিত হওয়ায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে FIBA । তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, ১২ঘন্টা অপেক্ষা করার পরও কোনো বিমান পাওয়া যায়নি। প্রায় ৩০টি বিমানবন্দরেই একই পরিস্থিতি । ফলে কিছুক্ষনের মধ্যেই পরিষ্কার হয়ে যায় যে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেনা তামিলনাড়ু দল । এর ফলে এই প্রতিযোগিতায় তামিলনাড়ুর সব ম্যাচগুলি বাতিল করা হয়েছে। সাউথ এশিয়া বাস্কেটবল এসোসিয়েশন ক্লাব প্রতিযোগিতায় ( SABA ) চ্যাম্পিয়ন হওয়ার ফলেই তামিলনাড়ু যোগ্যতাঅর্জন করেছিল FIBA -র এই প্রতিযোগিতায় । তবে অনিবার্য কারণেই লেবাননে যাওয়া হচ্ছেনা তামিলনাড়ুর।
FIBA WEST ASIAN SUPER LEAGUE FINAL 8
ফিবা পশ্চিম এশিয়ার প্রতিযোগিতা থেকে বাদ পড়ল তামিলনাড়ু

×
Comments :0