অন্ধকার সময়ে জেগে থাকার আহ্বান জানালো ঝান্ডাপুর। সাহিবাবাদে বছরের শুরুতে আবারও জনসভায় শ্রদ্ধা জানানো হলো শহীদ কমরেড সফদর হাসমিকে। নাট্যকার, অভিনেতা, সংস্কৃতিকর্মী সফদরকে খুন করা হয়েছিল ঝান্ডাপুরেই।
বছরের শুরুর দিন এবারও জনসভা হয়েছে সিআইটিইউ’র আহ্বানে। অংশ নিয়েছেন শ্রমজীবীরা। বক্তব্য রেখেছেন সিআইটিইউ নেত্রী এআর সিন্ধু, অভিনেত্রী রত্না পাঠক শাহ। জনসভায় থেকেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাতও।
১৯৮৯’র ২ জানুয়ারি মারা গিয়েছিলেন সফদর হাসমি। আগেরদিন ঝান্ডাপুরে সিআইটিইউ’র আন্দোলনে সাংস্কৃতিক কর্মসূচি ছিল জননাট্য মঞ্চের। সেদিন ‘হাল্লা বোল’ পথনাটকের অভিনয় চলছিল। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণেই গুরুতর আহত হয়েছিলেন সফদর হাসমি।
কেবল দিল্লিতেই নয়, সারা দেশ তীব্র ধিক্কারে মুখর হয়েছিল। ১ জানুয়ারি, দেশের বহু প্রান্তে সাংস্কৃতি কর্মীরা স্মরণ করেন সফদর হাসমিকে।
Comments :0