বর্ষীয়ান টেনিস তারকা সানিয়া মির্জাকে, সামনের মাসে অনুষ্ঠিত হতে চলা দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে শেষবার র্যায়কেট হাতে দেখা যাবে। বিশ্ব টেনিসের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ওয়ার্ল্ড টেনিস অর্গানাইজেশনকে এদিন এই হৃদয় বিদারক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩৬ বছর বয়সি টেনিস তারকা। বলছেন, ‘আমি যে ধরনের মানুষ, তাতে চোট পেয়ে ছিটকে গিয়ে অবসর নিচ্ছি, এইটা মানতে পারব না। সসম্মানে, মাথা উঁচু করে বিদায় জানাবো টেনিস দুনিয়াকে। তাই, ট্রেনিংয়ে নিজেকে নিংড়ে দিচ্ছি।’ প্রসঙ্গত, সামনের মাসে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া কাজাখস্তানের অ্যানা ড্যানিলিনার সাথে জুটি বেঁধেছেন। অস্ট্রেলিয়ার মেগা টুর্নামেন্ট ও দুবাইতে অনুষ্ঠিত হতে চলা নিজের শেষ টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর সানিয়া।
এক ঝলকে সানিয়া মির্জার ঝলমলে কেরিয়ার:
মহিলাদের ডাবলসে জয়—
• অস্ট্রেলিয়ান ওপেন— ২০১৬
• উইম্বলডন— ২০১৫
• ইউ এস ওপেন— ২০১৫
মিক্সড ডাবলসে জয়—
• অস্ট্রেলিয়ান ওপেন— ২০০৯
• ফরাসি ওপেন— ২০১২
• ইউ এস ওপেন— ২০১৪
খেতাব
• অর্জুন পুরস্কার— ২০০৪
• পদ্মশ্রী— ২০০৬
• মেজর ধ্যানচাঁদ খেলরত্ন— ২০১৫
• পদ্মভূষণ— ২০১৬
Comments :0