Sitaram Yeachury

সংসদ অভিযান নিয়ে ভিডিও বার্তা ইয়েচুরির

জাতীয়

৫ ই এপ্রিল অর্থাৎ বুধবার সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, এবং সারা ভারত খেতমজুর ইউনিয়নের ডাকে দিল্লিতে সংঘর্ষ র‍্যালির ডাক দেওয়া হয়েছে। ভিডিও বার্তার মাধ্যমে সেই র‍্যালিকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন সিপিআই(এম)'র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

ভিডিও বার্তায়  সীতারাম ইয়েচুরি বলেন, ৫ এপ্রিল দেশের শ্রমিক এবং কৃষকরা সংসদ অভিযানের ডাক দিয়েছে। সিপিআই(এম) এই অভিযানকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। এই মুহূর্তে দেশের শ্রমিক কৃষক ক্ষেতমজুর, সহ সমস্ত অংশের মেহনতি মানুষের উপর অর্থনৈতিক শোষণ  চালাচ্ছে মোদি সরকার। সংসদ অভিযান থেকে সেই আক্রমণ প্রতিরোধের ডাক দেবেন দেশের মেহনতী জনতা।

ভিডিও বার্তায়ি ইয়েচুরি বলেন, সংসদ অভিযানের মূল দাবি হলো  নিজের প্রতিশ্রুতি মতো এমএসপি আইন চালু করতে হবে মোদি  সরকারকে। সারা দেশে ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করতে হবে। এর পাশাপাশি গরিব কৃষক এবং খেতমজুরদের কৃষি ঋণ মুকুব করার দাবিও জানান তিনি। একইসঙ্গে  ন্যূনতম ৬০০ টাকা দৈনিক মজুরির দাবিও জানান তিনি।

এর পাশাপাশি ইয়েচুরি বলেন,   দেশের শহর অঞ্চলেও ১০০ দিনের প্রকল্প চালু, ঢালাও বেসরকারিকরণ বন্ধ, সরকারি সাহায্যে কর্পোরেট লুট বন্ধ, লেবার  কোড বাতিল করে পুনরায় শ্রম আইন চালু করার মতো বিষয়গুলিকে নিয়ে  সরব হবেন শ্রমিক কৃষক এবং খেত মজুররা।

ভিডিও বার্তায় ইয়েচুরি সমাজের সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান জানান, নিজের আর্থসামাজিক পরিস্থিতির উন্নতির জন্য এই বিক্ষোভ সমাবেশের শামিল হওয়ার।

Comments :0

Login to leave a comment