Canada Plane Crash

কানাডায় বিমান দুর্ঘটনায় পাইলট সহ নিহত ৬

আন্তর্জাতিক

Canada Plane Crash


বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেল কানাডায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতদের মধ্যে ৫ জন যাত্রীসহ বিমানের পাইলট ছিলেন। কানাডার আলবের্টা প্রদেশের ক্যালগ্যারি শহরে ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শুক্রবার রাত নটা নাগাদ। স্থানীয় প্রশাসনের তথ্যমতে ক্যালগ্যারির স্প্রিংব্যাঙ্ক বিমানবন্দর থেকে ব্রিটিশ কলাম্বিয়ার স্যালমন আর্মে গির্জার একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য বিমানটি রওনা দেয়। বিমানটির গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় অনুসন্ধানে নামে আরসিএএফ। ঘটনার প্রায় চার ঘন্টা পরে কানাডার জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানানো হয়। তারপর প্রশাসনের তরফে ওই বিমানের খোঁজে অন্য একটি বিমান পাঠানো হয়। 

আরসিএএফ ক্রুরা ক্যালগারির প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে পাহাড়ি এলাকা কানানাস্কিস কান্ট্রির মাউন্ট বোগার্টে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। ঘটনাস্থলে পাঠনো হয় উদ্ধারকারী দলকে। কিন্তু বিমানের ধ্বংসাবশেষ মিললেও কোনও যাত্রীকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। কানাডা প্রশাসনের তরফে জানানো হয়েছে  দুর্ঘটনায় বিমানের ৬ জন যাত্রীর মৃত্যু হয়েছে। কোন পরিস্থিতিতে বিমানটি ভেঙে পড়েছে জানতে তদন্ত শুরু হয়েছে জানা গেছে।  

Comments :0

Login to leave a comment