বরানগরে দীর্ঘদিনের বুকস্টল করতে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস।
বরানগরের ডানলপের পিডব্লিউডি রোডের পাশে অশোকগড়ের কাছে শারদোৎসবের সময়ে এই বুকস্টল কয়েক দশক ধরে চলছে। সিপিআই(এম) করে এই বুকস্টল।
সিপিআই(এম)’র স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন যে এবার স্টল তৈরি করতে গেলে প্রথমে বাধা দেয় ট্রাফিক পুলিশ। সেই বাধা কাটিয়ে গত সোমবার পার্টিকর্মীরা বুক স্টলের কাঠামো, প্ল্যাটফর্মের ব্যবস্থা করে ফেলেন। লাল ঝান্ডা দিয়ে কাঠামোটি সাজানো শুরু করেন। তখন ফের আসে বাধা।
সোমবারই রাতে তৃণমূল জবরদস্তি ওখানেই ‘জাগো বাংলা’-র ফেস্টুন লাগিয়ে দেয়।
সিপিআই(এম) কর্মীরা জানিয়েছেন যে ওই তৃণমূল কর্মীদের প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় কেন এই বুকস্টলের জায়গাতেই লাগানো হচ্ছে ফেস্টুন। তারা বলে, ‘দলের ওপর মহলের নির্দেশ আছে‘। হুমকির সুরে বলে, ‘যা পারো করে নাও‘।
সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছে বুকস্টল করার জন্য লড়াই চলছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারে আসীন হওয়ার পর বেছে বেছে এমন হামলা বা দখলদারি চালিয়েছে। ঠিক সেই জায়গা থেকেই উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে শারদোৎসবের বুকস্টল।
BARANAGAR BOOK STALL TMC
বরানগরে বুকস্টল করতে বাধা পুলিশ, তৃণমূলের
×
Comments :0