CITU BLOOD DONATION TEXMACO

রক্তদান টেক্সম্যাকো শ্রমিকদের, সম্বর্ধনা কৃতী ছাত্রদের

জেলা

শনিবার টেক্সম্যাকো শ্রমিকদের রক্তদান।

রক্তদান করলেন টেক্সম্যাকোর শ্রমিকরা। সিআইটিইউ অনুমোদিত টেক্সম্যাকো ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিক পরিবারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনাও দিয়েছে। 

শনিবার ৪ নম্বর রেলগেট সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করেন কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা। ৬২ জন শ্রমিক রক্তদান করেন। ছিলেন সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি ও সম্পাদক নেপাল দেব ভট্টাচার্য ও গার্গী চ্যাটার্জি। সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলী সদস্য এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি প্রমুখ। পার্টি জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদারও ছিলেন অনুষ্ঠানে।

শ্রমিক পরিবারের উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিকের কৃতি ৬০ ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য সম্বর্ধিত করা হয়। 

Comments :0

Login to leave a comment