ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের বাড়ির মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ওই ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা। অভিযোগ, তাঁর বাড়ির কালীমন্দির তালা ভেঙে চুরি হয়েছে। মূর্তির প্রায় ছয় ভরি সোনার গয়না চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
শনিবার ভোরে বাড়ির ভাড়াটিয়ারা মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখে গুরুদাস সাহাকে বিষয়টি জানান। এরপর কাউন্সিলর দেখতে পান যে মূর্তির সমস্ত সোনার গয়না চুরি হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় ইসলামপুর থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
গুরুদাস সাহা জানিয়েছেন, ‘‘আমার বাড়িতে এই ধরনের চুরি হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’’
Comments :0