ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ৩ জনের। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক একাদশ শ্রেণির স্কুল ছাত্রের। পাশাপাশি এই ঘটনায় এক মহিলা সহ দুজন মারাত্মকভাবে জখম হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করে। বুধবার বিকেলে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই নুনিয়াটি মোড়ে বেলেঘাটা ইছাপুর রোডের উপর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইছাপুরের দিক থেকে মোটরসাইকেলে করে ওই স্কুল ছাত্র বেলেঘাটার দিকে যাচ্ছিল। অপরদিকে একজন মহিলাকে নিয়ে এক বাইক আরোহী ইছাপুরের দিকে যাচ্ছিল। নুনি আটি মোড়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্কুল ছাত্রটি রাস্তার উপরে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মৃত ছাত্রের নাম রবিউল খান(১৯) নুরনগরের খেজুরডাঙ্গার বাসিন্দা। স্থানীয়রা ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার জেরে বেলিয়াঘাটা ইছাপুর রোডে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে।
Road Accident
দেগঙ্গায় বাইক দুর্ঘটনায় স্কুল ছাত্র সহ নিহত ৩
×
Comments :0