Visva Bharati Plaque

মোদী-উপাচার্যর নাম বাদ, নতুন ফলকে শুধু রবীন্দ্রনাথ

রাজ্য

পুরোনো ফলক উপড়ে অবশেষে বসল নতুন ফলক। তাতে  মোদী-বিদ্যুতের নাম বদলে স্থান পেল রবীন্দ্রনাথ ও তাঁর কাজের বিবরণ। 
বিতর্কিত ফলক বদলের নির্দেশ এসে পৌছেছিল বিশ্বভারতীতে। নতুন ফলকের কি বয়ান হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেই চিঠিতে। চিঠি হাতে পাওয়ার পর ইউনেসকোর বিশ্ব হেরিটেজ স্বীকৃতির প্রাপ্তির ফলক বদলের তৎপরতা শুরু হয়েছিল বিশ্বভারতীর অন্দরে। অবশেষে রবীন্দ্রনাথকে ব্রাত্য রেখে মোদি ও উপাচার্যর নাম সংবলিত বিশ্ব হেরিটেজের  স্বীকৃতি প্রাপ্তির ফলক অবশেষে ভেঙে ফেলা হয়েছে শান্তিনিকেতনে। 


বুধবার বিশ্বভারতীর তরফ বিতর্ক তুঙ্গে তোলা ফলকগুলি উপড়ে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যাবেলায় আচমকা অভিযানে নেমে শান্তিনিকেতনের তিনটি ঐতিহ্যবাহী স্থানে বসানো তিনটি ফলকই ভেঙে দেওয়া হয়েছে। শুধু পুরোনো ফলক ভেঙে ফেলাই নয়, এদিনই বসানো হয়েছে নতুন ফলকও। তাতে উল্লেখ রয়েছে, 'প্রাকৃতিক ঐতিহ্য বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যে সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই সারাণিতে অন্তর্ভুক্ত শান্তিনিকেতনের বিশ্বজনিন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক.....।' এরপরেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে।

Comments :0

Login to leave a comment