ফের দিল্লিতে বিক্ষোভ অবস্থানে বসলেন জাতীয় স্তরের কুস্তিগীড়রা। ভিগ্নেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো অলিম্পিকে পদক জয়ী কুস্তিগিড়রা যন্তরমন্তরে ফের বসলেন ধরনায়। তাদের দাবি কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে আশ্বাস দিলেও কিছুই করা হয়নি এখনও রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সম্পাদক পদে বহাল রয়েছেন ব্রিজ ভূষণ স্মরন সিং। তাদের দাবি অবিলম্বে ব্রিজ ভূষনকে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানালেও এখনও তাকে গ্রেপ্তার করেনি দিল্লি পুলিশ জানালেন সাক্ষী মালিকরা। পাশপাশি বজরাং পুনিয়া, ভিগ্নেশ সহ একাধিক খেলোয়ারের দাবি যতক্ষন না পরযন্ত ব্রিজ ভূষনকে গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষন তারা ধর্নামঞ্চ থেকে সরবেন না।
বিজেপি নেতা ও রিস্টলিং ফেডারেশনের সম্পাদক ব্রিজ ভূষণে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে জানুয়ারীতেও দিল্লিতে ধর্নায় বসেছিলেন ভিগ্নেশ, বজরংরা। সেসময় কমিটি গঠন করে বিষয়টি দেখা হবে বলে জানিয়েও তিনমাস পরে কোন সমাধান সুত্র না বেরনোয় ফের ধর্ণায় ফিরে এলেন তারা। তখন বজরং পুনিয়া, সাক্ষি মালিকরা তার পদত্যাগ দাবি করেছিলেন। এখন সেই দাবির সঙ্গে তাকে গ্রেপ্তার করতে হবে বলেও আন্দোলনে আরও জোর বাড়াচ্ছে।
Comments :0