আইফোনে গোপন নজরদারির প্রতিবাদ করে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আইফোন নির্মাতা অ্যাপলের সতর্কবার্তা চিঠির সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি।
ইয়েচুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন, ‘‘আমি যে কাজে জড়িত তার মধ্যে গোপন কিছু নেই। তা সত্ত্বেও মোবাইলে গোপন নজরদারির অর্থ আমার অজান্তে কোনও তথ্য ফোনে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরে সেই তথ্যই ব্যবহার করে আমাকে ভুয়ো অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে। আপনার মেয়াদে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার যে মাত্রায় হয়েছে তাতে এই আশঙ্কা একেবারেই বাস্তব।’’
মোদীকে ইয়েচুরি লিখেছেন, ‘‘দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকার শপথ নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আপনি। তার বদলে সংবিধানে বর্ণিত গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা চলছে। এই ভূমিকা গ্রহণযোগ্য নয়।’’
প্রধানমন্ত্রীর বক্তব্যও দাবি করেছেন ইয়েচুরি।
বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র দলগুলির একাধিক সাংসদ এই অভিযোগ তুলেছেন। তৃণমূল চুপ থাকলেও দলের সাংসদ মহুয়া মৈত্র মুখ খুলেছেন। ‘ইন্ডিয়া’-র তরফেও ক্ষোভ জানানো হয়েছে।
ইয়েচুরি তাঁর চিঠিতে অ্যাপলের পাঠানো সতর্কবার্তা হুবহু তুলে দিয়েছেন মোদীকে। সেখানে জানানো হয়েছে, ‘‘অ্যাপল মনে করছে যে আপনার আইফোন সরকারি মদতপুষ্ট হ্যাকাররা ব্যবহার করতে চাইছে। দূর থেকে তথ্য নিয়ন্ত্রণ করতে চাইছে।’’
মঙ্গলবার সকালেই ইয়েচুরি বলেছেন, ‘‘মোদী সরকারকে কেন বিরোধী নেতা এবং সাংবাদিকদের ওপর গোপন নজরদারি চালাতে হচ্ছে তা জানাতে হবে। সংবিধান অনুযায়ী ব্যক্তিস্বাতন্ত্র্য মৌলিক অধিকার। এই গোপন নজরদারি কেবল বিরোধী নেতাদের ওপর নয়, গণতন্ত্রের ওপর আক্রমণ। সরকারকে ব্যাখ্যা দিতে হবে।’’
Comments :0