দিল্লির রাজনীতিতেও এবার অংশ হয়ে উঠলো পুরোহিত ভাতা। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে প্রায় প্রতিদিন কোন না কোন নতুন প্রকল্পের ঘোষণা করছে আপ। প্রতিটা প্রকল্পই ভাতা নির্ভর। সোমবার দিল্লির শাসক দল আপের প্রধান প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ঘোষনা করেছেন যে যদি আপ আবার দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে মন্দিরের পুরোহিত এবং গুরদোয়ারার গ্রন্থিদের মাসে ১৮ হাজার টাকা ভাতা দেবে সরকার।
কেজরিওয়াল বলেছেন, ‘‘পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ তারা বংশ পরমপরায় কাজ করে চলেছন। এই প্রকল্প তাদের সম্মান জানানোর জন্য।’’
কেজরিওয়ালের এই ঘোষণায় অনেকে নরম হিন্দুত্বের উস্কানি লক্ষ করেছেন। উল্লেখ্য বিজেপি একাধিকবার দিল্লিতে সরব হয়েছেন পুরোহিতদের ভাতার দাবিতে। হাইকোর্টে মামলাও করেছে এই নিয়ে।
রাজনৈতিক মহলের অনেকের অনুমান দিল্লিতে বিজেপিকে কোণঠাসা করতেই নরম হিন্দুত্বের দিকে ঝুঁকছে আপ। দিল্লিতে ইতিমধ্যে স্কুলে ভর্তির সময় শিশুর সব নথি পরীক্ষা করতে হবে। কোনও নথি না থাকলে ভর্তি নেওয়া হবে না স্কুলে।
‘অবৈধ বাংলাদেশী অভিবাসী’ ঠেকাতে এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লির ‘আপ’ সরকারের শিক্ষা দপ্তর।
কড়াকড়ির জেরে, বিশেষ করে, বাংলাভাষী বহু পরিযায়ী পরিবার সমস্যায় পড়ছে। দিল্লির রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছে সিপিআই(এম)। ছাত্র সংগঠন এসএফআই-ও এই নির্দেশিকার বিরোধিতা করেছে।
উল্লেখ্য পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যখন ইমাম ভাতা চালু করে সেই সময় সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার জন্য বিজেপি দাবি তুলেছিল পুরোহিত ভাতা কেন চালু করা হবে না। তারপর সেই পুরোহিত ভাতাও চালু করেন মমতা ব্যানার্জি। এবার দিল্লিতে আবগারি দুর্নীতি নিয়ে চাপে থাকা আপ ‘ভাতা’র ওপর ভর করে পার করতে চাইছে বিধানসভা নির্বাচন এমনটা মনে করছে রাজনৈতিক বিশেষঞ্জরা।
AAP DELHI
পুরোহিত, গ্রন্থি ভাতা ঘোষণা করলো আপ
×
Comments :0