SFI Rally

শিক্ষাকে ধ্বংস করার অভিযান প্রতিহত করার ডাক ছাত্রদের মিছিলে

রাজ্য কলকাতা

মঙ্গলবার গোলপার্কে এসএফআই’র মিছিলের পর জমায়েত।

অধিকারের দাবিতে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। মঙ্গলবার সেই মিছিলে শামিল হয়েছে শিক্ষার সঙ্গে যুক্ত সব অংশ। 
এদিন যাদবপুর থেকে গোলপার্ক মিছিলে পথ হেঁটেছেন অধ্যাপক-অধ্যাপিকারা, যোগ দিয়েছেন অভিভাবকরা।
আরজি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ডে বিচারের দাবিতে গড়ে ওঠা ‘অভয়া মঞ্চ’-ও শামিল হয়েছে মিছিলে। যোগ দিয়েছেন অভিনেতা ও সমাজকর্মী বাদশা মৈত্র, অধ্যাপিকা নন্দিনী মুখার্জি।
নন্দিনী মুখার্জি বলেছেন, ‘‘ছাত্রসমাজের ওপর বারবার আক্রমণ হয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্রের দাবি তুললে হচ্ছে আক্রমণ। শিক্ষার জন্য সর্বত্র বরাদ্দ ছেঁটে দেওয়া হচ্ছে। স্থায়ী অধ্যাপক নিয়োগ করা হচ্ছে না। এমনকি উপাচার্যরাও স্থায়ী নন। বিশ্ববিদ্যালয়ের বহু কাজ আটকে রয়েছে যার সঙ্গে পঠনপাঠন জড়িত।’’
এসএফআই সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস বলেছেন, ‘‘সোমবারই দেশের সংসদের সামনে বিভিন্ন ছাত্র সংগঠন একজোটে বিক্ষোভ দেখিয়েছে। ক্যাম্পাসে গণতন্ত্র আক্রান্ত দেশজুড়ে। পড়াশোনার অধিকার, গণতন্ত্রের অধিকার আক্রান্ত। প্রতিবাদ করলেই বলা হচ্ছে ‘টুকরে টুকরে গ্যাং’। এই রাজনীতির বিরুদ্ধে সারা দেশে রাস্তায় নামছেন ছাত্ররা। মুম্বাইয়ে বুধবার হবে ছাত্রদের মিছিল। আজ কলকাতায় এই মিছিল দেশজুড়ে প্রতিবাদের অংশ।’’
বাদশা মৈত্র বলেছেন, ‘‘ছাত্রদের বিক্ষোভ ঘিরে কারও কোনও মনে হওয়া থাকতে পারে। তবে গঠনমূলক সমালোচক হওয়া উচিত। ছাত্রদের পাশে এসে দাঁড়াতে হবে সব অংশের নাগরিককে। কারণ তাঁদের এই লড়াই কেবল নিজেদের জন্য নয়। সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।’’

Comments :0

Login to leave a comment