উত্তরাখন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৮৭ রান করেন বাংলার ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ২৭২ রানে থেমে যায় উত্তরাখন্ডের ইনিংস। প্রথম ইনিংসে বাংলার লিড ছিল ১১৫ রান। সেই ভিতের উপর দাঁড়িয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২০৬ রান করে বাংলা।
চতুর্থ দিনে ম্যাচ জিততে উত্তরাখন্ডের প্রয়োজন ছিল ৩২২ রান। সেই রান তাড়া করতে নেমে উত্তরাখন্ডের স্কোর দাঁড়ায় ২৩ ওভারে ৬৯ রান। শেষ দিনে ম্যাচ জিততে হলে উত্তরাখন্ডকে অল আউট করতে হত বাংলা। কিন্তু উত্তরাখন্ডের দুই ওপেনার অভনেশ সুধা এবং জীবনজোৎ সিং ক্রীজ কামড়ে পড়ে থাকায় ৩ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলাকে। অপরদিকে দ্বিতীয় ইনিংস ড্র করায় ১ পয়েন্ট পেল উত্তরাখন্ড।
উত্তরাখন্ড ম্যাচ অভিমন্যউ ঈশ্বরণ ছাড়াও বাংলার হয়ে বড় রান পেয়েছেন সুদীপ ঘড়ামিও।
এই ম্যাচ ড্রয়ের ফলে ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রঞ্জি ট্রফির এলিট-এ গ্রুপের দ্বিতীয় স্থানেই রইল বাংলা। অপরদিকে ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ স্থান দখলে রাখল উত্তরাখন্ড।
Comments :0