INDIA ENGLAND TEST

এত রানে আগে জেতেনি ভারত

খেলা

টেস্টে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জিতল ভারত। রাজকোটে সিরিজের ৩য় টেস্টে ৪৩৪ রানে হারালো সফরে আসা ইংল্যান্ডকে। ভারত কখনও এত বড় ব্যবধানে জয় পায়নি টেস্টে।
প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান করে। অধিনায়ক রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা সেঞ্চুরি করেন। জবাবে ৩১৯ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
দ্বিতীয় ইনিংসেও ভারত ৪৩০ রানে ডিক্লেয়ার করে ইংল্যান্ডের সামনে ৫৫৭ রানের লক্ষ্য রেখে। যশস্বী জয়সোয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দ্বিশতরান করেন। এক ইনিংসে ১২টি ছয়ের রেকর্ড ছিল ওয়াসিম আক্রমের। জয়সোয়াল সেই রেকর্ডও ছুঁয়েছেন।
২য় ইনিংসে ভারতের বোলিং আক্রমণের সামনে গুটিয়ে যায় ইংল্যান্ড। রবীন্দ্র জাদেজা নেন ২১ রানে ৫ উইকেট। ১২২ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

Comments :0

Login to leave a comment