Birbhum Rally

গোরু পাচার হঠিয়ে কবি জয়দেবের সংস্কৃতি ফিরিয়ে আনার শপথ ইলামবাজারের মিছিল থেকে

জেলা

শাসক সন্ত্রাসের আঁতুরঘর ইলামবাজার। সম্প্রীতির অন্যতম পীঠস্থান ইলামবাজারেই সাম্প্রদায়িক বিশৃঙখলার নমূনা গত কয়েক বছরে একাধিকবার। আদিবাসী জনজাতির উপর অত্যাচার, মহিলাদের সম্ভ্রমের উপর আঘাতেরও ঠিকানা হয়েছে এই ইলামবাজার। সেই ইলামবাজার ব্লককে তার পুরোনো চেহারায় ফিরিয়ে আনার শপথই ধ্বণিত হয়েছে শুক্রবার। লাল-তেরঙ্গা ঝান্ডার মিছিল থেকে। উঠেছে প্রত্যয়ী আওয়াজ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবই। পুলিসি নির্যাতন আর বরদাস্ত নয়। মানুষের পঞ্চায়েত গড়ার জানকবুলের লড়াই হবে শেষতক। 


ইলামবাজারের খ্যাতি কবি জয়দেবের জন্য। কেঁন্দুলির মেলার লোকসংস্কৃতির চর্চার খ্যাতি দেশজোড়া। সেই ইলামবাজারের নামই  আজ  মুখে মুখে ঘোরে 'গোরু পাচারে'র ভরকেন্দ্র হওয়ার জন্য। এই ইলামবাজারের সুখবাজার গোরুর হাট থেকেই তো গত কয়েকবছর ধরে হয়েছে বাংলাদেশে গোরু পাচার করে কোটি কোটি টাকার হাতবদল। যে টাকা খেয়ে আজ রাজ্যের শাসকদলের পান্ডা মুখ্যমন্ত্রীর স্নেহভাজন অনুব্রত জেলে। সেই গোরুর হাটের নিয়ন্ত্রক আব্দুল লতিফ আজ 'মোস্ট ওয়ান্টেড'। শিক্ষা, সংস্কৃতি চর্চার পীঠস্থান ইলামবাজার আজ কলুষিত গোরু, বালি, কয়লা পাচারের কারবারের জন্য। সেই ইলামবাজারের ঐতিহ্য, গৌরব ফিরিয়ে আনার আহবানই ধ্বণিত হয়েছে এদিনের মিছিল। বাম-কংগ্রেসের যৌথ মিছিল থেকেই দেওয়া হয়েছে থানায় ডেপুটেশন।  

দাবি স্পষ্ট, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করতে হবে। তারজন্য পুলিসকে নিরপেক্ষভাবেই করতে হবে কাজ। এদিন ইলামবাজার থানার সামনে বিক্ষোভের মধ্য দিয়েই জোরালোভাবেই এই দাবি তুলেছেন তীব্র গরম গায়ে নিয়ে মিছিলে শামিল হওয়া খেটেখাওয়া মানুষেরা। থানার সামনে হওয়া বিক্ষীভ সভায় বক্তব্য রেখেছেন সিপিআই(এম) নেতা বকুল ঘোরুই, ওয়াসিফ ইকবাল, আরএসপি নেতা অমর কবিরাজ, ফরোয়ার্ড ব্লক নেতা মহাদেব সরকার, কংগ্রেস নেতা শিবশঙ্কর সাহা।

Comments :0

Login to leave a comment