Migrant Workers

গ্রামে ফিরলো দুই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ

জেলা

Migrant Workers


পূর্বস্থলীর মুকসীমপাড়া গ্রাম পঞ্চায়েতের বারোরপারা গ্রামে দুই পরিযায়ী শ্রমিক নুরুদ্দিন শেখ ( ৩৩) ও নিয়ামত শেখের (২৭) মৃতদেহ বাড়ি ফেরে। তাঁরা কয়েকদিন আগে কেরালার মাল্লাপুরমে অন্যান্যদের সাথে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। গত মঙ্গলবার কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজন দুর্ঘটনার কবলে পড়েন। একজন নির্মীয়মান দেওয়াল চাপা পড়ে অন্যজন ভাড়া থেকে পড়ে গিয়ে আহত হয়। সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

মঙ্গলবারই মৃত্যু হয় নুরুদ্দিন শেখের। চিকিৎসারত অবস্থায় বুধবার মৃত্যু হয় নিয়ামত শেখের। ময়নাতদন্তের পর দুই পরিযায়ী শ্রমিকের দেহ বিমানে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। নুরুদ্দিন শেখের মৃতদেহ বৃহস্পতিবার এবং নিয়ামত শেখের মৃতদেহ শুক্রবার গ্রামে ফিরে আসে। মৃতদেহ গ্রামে পৌঁছালে স্বজন হারানো মানুষজন আর্তনাদে ফেটে পড়েন।
 

Comments :0

Login to leave a comment