সংস্থার কর্মীদের বেতন দিতে পারছে না বাইজু। এই পরিস্থিতিতে নিজের এবং পরিবার পরিজনদের নাম থাকা সম্পত্তি বন্দক দিলেন বাইজুর মালিক বাইজু রবিন্দ্রন।
বেঙ্গালুরুতে পরিবারের মালিকানাধীন দুটি বাড়ি এবং এপসিলনে তার নির্মাণাধীন বাড়ি ১২ মিলিয়ন ডলারের বিনিময় বন্দক দিয়েছেন। করোনা অতিমারির সময় বাইজু, বেদান্তর মতো একাধিক অনলাইন এডুকেশন সংস্থা ফুলে ফেঁপে ওঠে। সেই সময় তাদের ব্যবহা ভালো হলেও স্কুল, কলেজ খোলার পর তাদের ব্যবসা কমতে থাকে। সেই সময় একাধিক কর্মী নিয়োগ হলেও পরবর্তী সময় ধাপে ধাপে কর্মী ছাঁটাই করতে থাকেন তারা।
গত কয়েক বছরে শেয়ার বিক্রির মাধ্যমে প্রায় ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিলেন রবিন্দ্রন। সেই টাকাও তিনি কোম্পানির স্বার্থে ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। বিগত কয়েক বছরে সংস্থাকে বাঁচাতে এবং কর্মীদের বেতন দিতে বিভিন্ন সময় বাজার থেকে ঋনও নিয়েছিলেন তিনি।
গত অর্থীক বছরে বাইজুর যেই রিপোর্ট প্রকাশ হয়েছিল তাতে দেখা যায় যে করোনা অতিমারির সময় এই সংস্থা ভালো ব্যাবসা করলেো পরবর্তীতে তা ধাক্কা খায়।
Comments :0