Banshberia

আদালতের রায়ে বাঁশবেড়িয়ায় টহল কেন্দ্রীয় বাহিনীর

রাজ্য

আদালতের নির্দেশ মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঁশবেড়িয়া কলবাজার এলাকায় মোতায়েন করা হলো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হুগলীর রিষড়া। তিন দিন ধরে রিষড়ার পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয় পুলিশকে। রবিবারের পর বৃহস্পতিবার বিকেলে হনুমান জয়ন্তীর মিছিল হয় বাঁশবেড়িয়ার কল বাজার এলাকায়।

হনুমান জয়ন্তীতে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতা হাইকোর্ট পুলিশের ভূমিকায় অসন্তোষ জানায় বুধবার। রাজ্য প্রশাসনকে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য বলে। রামনবমীতে অস্ত্র মিছিল বিনা বাধায় চলতে দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন বামপন্থীরাও। মিছিল থেকে সরাসরি উস্কানি দেওয়া হলেও পুলিশ হস্তক্ষেপ করেনি কেন, হাওড়ার শিবপুরের উদাহরণ দিয়ে, সেই প্রশ্ন তুলেছে সিপিআই(এম)। 

হাওড়ার পর উত্তেজনা ছড়ায় হুগলীর রিষড়ায়। সর্বত্র সাম্প্রদায়িক উত্তেজনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বাঁশবেড়িয়া কলবাজার এলাকার হনুমান জয়ন্তীর মিছিলের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে বলে জানায় প্রশাসন। 

সাম্প্রতিক রিষড়ার মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেইদিকে খেয়াল রেখে বিশাল পুলিশ বাহিনী ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। আদালতের নির্দেশমতো এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে কলাবাজার এলাকায় হনুমান জয়ন্তী মিছিল নিয়ন্ত্রণের জন্য।
 

Comments :0

Login to leave a comment