ক্লেইটন সিলভার জোড়া গোল। এবং তাতে ভর করেই চলতি মরশুমের আইএসএলে প্রথম হোম ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। একইসঙ্গে ২ ম্যাচ পর জয়ের সরণীতে ফিরল লাল-হলুদ।
শুক্রবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হয় ইস্টবেঙ্গল। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্লেইটন। প্রথমার্ধ শেষে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল ১-০ গোলে। যদিও দ্বিতীয়ার্ধের শুরু থেকে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বেঙ্গালুরু। ‘আওয়ে’ দলের একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে লাল-হলুদ রক্ষণভাগে। ৫৫ মিনিটের মাথায় বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান জাভি হার্নান্দেজ।
এরপর দুই দলের মধ্যে শুরু হয় মাঝমাঠ দখলের লড়াই। ম্যাচের ৭০ এবং ৮০ মিনিট জুড়ে বলের সিংহভাগটাই ছিল বেঙ্গালুরুর দখলে। কিন্তু হাল না ছেড়ে প্রথম হোম ম্যাচ জয়ের চেষ্টা চালিয়ে যান সুহেররা। এবং সংযুক্ত সময়ের ২ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ক্লেইটন।
এই ম্যাচ জয়ের ফলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে উঠে এলো ইস্টবেঙ্গল।
Comments :0