Covovax

কয়েকদিনের মধ্যে বুস্টার ডোজ হিসাবে ছাড়পত্র পাবে কোভোভ্যাক্স

জাতীয়

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন যে তাদের তৈরি করোনা প্রতিষেধক কোভোভ্যাক্স আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বুস্টার ডোজ হিসাবে অনুমোদন পাবে।

রবিবার ভারতী বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের ফাঁকে পুনাওয়ালা সাংবাদিকদের বলেন, এই ভ্যাকসিনটি করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে খুব কাজ করে।

রাজ্য এবং জেলাগুলি কোভিশিল্ড ভ্যাকসিন না পাওয়ার বিষয়ে জানতে চাইলেতিনি বলেছিলেন যে সরবরাহের জন্য কেন্দ্র সরকারের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে।

রবিবার ওই অনুষ্ঠানে পুনাওয়াল্লাকে ডাঃ পান্তংরাও কদম মেমোরিয়াল পুরস্কার প্রদান করা হয় জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান শরদ পাওয়ার এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস তাঁর হাতে পুরষ্কারটি তুলে দেন। 

Comments :0

Login to leave a comment