Jonai

জনাইয়ে বোর্ড গঠন করলো সিপিআই(এম)
উত্তেজনা ফুরফুরা শরিফে

জাতীয় জেলা

হুগলির চন্ডীতলা থানার জনাই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলো সিপিআই(এম)। একক শক্তিতেই এখানে বোর্ড গঠন করেছে সিপিআই(এম)। বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত অফিসের বাইরে ভীড় জমান সিপিআই(এম) কর্মী সমর্থকরা। 


এদিন বোর্ড গঠনের পর উৎসবে মতে ওঠেন তারা। লাল আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় কর্মী - সমর্থক ও সাধারণ গ্রামবাসীরা। 


বৃহস্পতিবার এই একই জেলার জাঙ্গীপাড়া উত্তপ্ত হয়ে ওঠে বোর্ড গঠনকে কেন্দ্র করে। ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে অশান্তি ছড়ায়। আক্রমণ চালানো হয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর বাড়িতেও। সিপিআই(এম) এবং আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয় যে গণনার দিন ২৯ আসনের ফুরফুরা পঞ্চায়েতের মধ্যে ২২টিতে এগিয়ে ছিল সিপিআই(এম) এবং আইএসএফ। গণনায় কারচুপি করে তৃণমূল পঞ্চায়েত দখল করে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আইএসএফ। তাদের দাবি আদালতে যখন বিষয়টি বিচারাধীন তখন কি ভাবে প্রশাসনের পক্ষ থেকে বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। যদিও এদিন ১২টার সময় বোর্ড গঠন করার কথা থাকলেও পঞ্চায়েত অফিসের তালা খোলা হয়নি। অফিসের বাইরে থাকা আইএসএফ এবং সিপিআই(এম) কর্মীদের লক্ষ করে তৃণমূলের বিরুদ্ধে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে।

Comments :0

Login to leave a comment