রবিবার কৃষক সভা, সিআইটিইউ, খেত মজুর ইউনিয়ন এবং বস্তি ইউনিয়ন সমিতির ডাকে ছিল ব্রিগেড সমাবেশ, বৈশাখের তপ্ত আবহাওয়াকে উপেক্ষা করে মাঠ ভড়ায় শ্রমজীবী জনতা। নেতৃত্বের পক্ষ থেকে ডাক দেওয়া হয় শ্রেণি ঐক্য গড়ে তুলে শ্রেণি আন্দোলনকে তীব্র করার। তার সাথে সাম্প্রদায়িক বিভাজনকারি দুই শক্তি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বহু মানুষ গতকাল সভায় আসন যারা তৃণমূল শাসনে রোষের মুখে পড়েছেন। তাদের মধ্যে একজন ৮৬ বছরের শিবু সহিস, সক্ষম অবস্থায় যার পেশা ছিল ক্ষেতমজুরি। সিপিআই(এম) করার অপরাধে ছেলেকে হাই রোড টোল ট্যাক্স এর অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। বলা হয় তৃণমূলে যোগ দেওয়ার জন্য কিন্তু সে অন্য দলে না যাওয়ায় চলে যায় তার কাজ।
৮৬ বছরের বৃদ্ধ বাড়ি থেকে ছেলের সাইকেলে স্টেশন এসে সেখান থেকে ট্রেনে করে হাওড়া। সেখান থেকে খেটে খাওয়া মানুষের ব্রিগেডে আসেন।
Comments :0