WB GOVERNOR VISITS RISHRA

হিংসা বিধ্বস্ত রিষড়ায় রাজ্যপাল

জেলা

মঙ্গলবার রিষড়ায় পৌঁছালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বেলা ১২টা নাগা তিনি রিষড়ায় পৌঁছান। রাজ্যপাল পদে আসীন হওয়ার পরে এই প্রথম কোনো ঘটনার পরেক্ষিতে সেই স্থান পরিদর্শনে গেলেন তিনি। ফটনাস্থলে পৌঁছে সেখানকার মানুষের সাথেও কথা বলে মতামত নেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালহি ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

রিষড়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের শান্তিভঙ্গ করলে কোনও রেয়াত করা হবে না। মানুষের শান্তিতে থাকার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের কোনওভাবেই ছাড়া হবে না, তিনি বলেন।
প্রসঙ্গত, রাম নবমীকে কেন্দ্র করে  সোমবার রাতে রিষড়ায় রেলগেট এলাকায় উত্তেজনা ছড়ায়। বিশাল পুলিশ বাহিনী নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অভিযোগ, ট্রেন লক্ষ্য করে বোমা ও পাথর ছোঁড়া হয়। পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশকে নিষ্কৃয় করে রাখার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে সরাসরি জি টি রোড হয়ে রিষড়ায় আসেন রাজ্যপাল। চারনম্বর রেলগেটে র কাছে গিয়ে থামে রাজ্যপালের কনভয়। রেল লাইনের ওপরে দাঁড়িয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সাথে পুরো ঘটনার বিবরন নেন। বেশ কিছুক্ষণ কথা বলার পর এগিয়ে যান গেটের উল্টো প্রান্তে। সেখানে সাধারন মানুষের সাথে কথা বলেন তিনি। এর পর সাংবাদিক দের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন এই অশান্ত পরিবেশ থাকবে না, আপনারা ধৈর্য রাখুন, প্রশাসন পুরো ঘটনা কঠোর হাতে দমন করবে।প্রধান মন্ত্রী এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।


সেখান থেকে বেড়িয়ে রিষড়ার রাস্তায় গাড়ী থেকে নেমে পথচলতি মানুষের সাথে কথা বলেন । রিষড়া স্টেশনে গিয়ে সেখানকার স্টেশন মাস্টার আই জি পূর্ব রেল ও সরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদের সাথে কথা বলেন। সেখান থেকে তিনি কলকাতার উদ্যেশ্যে রওনা হয়ে যান। রাজ্য পাল রিষড়ার ঘটনার পরিপ্রেক্ষী তে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন দেশের প্রধান মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছে।যেকোন মূল্যেই শান্তি ফিরিয়ে আনা হবে।কোন দুস্কৃতি কেই রেহাই করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার রাতের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।তাদের মধ্যে ৯ জনের জেল ও ৩ জনের পুলিশ হেপাজত হয়েছে।এখনও পর্যন্ত জানা গেছে সোমবার রাতের ঘটনায় ৩০ জনের বেশি আটক করেছে পুলিশ।ইন্টারনেট বন্ধ করার সময় সীমা বেড়েছে।রিষড়ার পাশাপাশি শ্রীরামপুর থানা এলাকাতেও জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Comments :0

Login to leave a comment