নিজের ধরনা মঞ্চ থেকে ডিএ’র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের চোর ডাকাত বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছেন সরকারি কর্মীরা। তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে জনসভা।
বৃহস্পতিবার শহীদ মিনারে মহা সমাবেশের ডাক দিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মীরা। তাদের সেই সমাবেশে যোগ দেবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ইতিমধ্যে শিয়ালদহ এবং হাওড়া থেকে সরকারি কর্মীদের বিশাল দুটি মিছিল শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে।
মিছিল থেকে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ধিক্কার জানিয়ে স্লোগান উঠেছেন। সরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, শিক্ষক, শিক্ষা কর্মীর সহ একাধিক বিভাগের সরকারি কর্মীরা পা মিলিয়েছেন।
বেলা দেড়টার মধ্যেই মাঠ ভরে গিয়েছে। তখনও সমাবেশে পৌঁছায়নি দু’টি মিছিল। মুখ্যমন্ত্রীকে তাঁর বক্তব্য ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। ডিএ’র পাশাপাশি দাবি উঠেছে সরকারি শূন্যপদে স্বচ্ছ নিয়োগেরও। কর্মচারীরা বলেছেন, ‘‘স্বচ্ছ নিয়োগের দাবি, ডিএ’র দাবি তুললে ‘চোর, ডাকাত’ তকমা দেওয়া মেনে নেওয়া যায় না। প্রতিবাদ হবেই। নিজেদের স্বচ্ছতায় গুরুতর প্রশ্ন রয়েছে বলেই অন্যদের দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।’’
Comments :0