Kalighater kaku

কাকুর মেডিকেল রিপোর্ট নিয়ে এসএসকেএম-এর সুপারকে তলব ইডির

রাজ্য

এসএসকেএম এর সুপারকে তলব করলো ইডি। বুধবারই তাকে হাসপাতালে ভর্তি থাকা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট সাথে নিয়ে কেন্দ্র তদন্তকারি সংস্থার দপ্তরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
নিয়োগ দুর্নীতি কান্ডে ধৃত, লিপ্স এন্ড বাউন্ডসের কর্মী সুজয়কৃষ্ণ দীর্গদিন অসুস্থতার নাম করে এসএসকেএম-এ ভর্তি। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে একাধিকবার হাসপাতালে যাওয়া হয়েছে কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে। কিন্তু তারা তা করতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয় ইডি। আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে কাকুর স্বাস্থ্যের বিষয় খতিয়ে দেখার জন্য জোকা ইএসআইয়ের পক্ষ থেকে একটি মেডিকেল টিম গঠন করার। সেই টিম এখনও গঠন হয়নি। এরই মধ্যে এসএসকেএম-এর সুপারকে তলব করলো ইডি।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একাধিকবার দাবি করেছেন যে চিকিৎসার নাম করে সুজয়কৃষ্ণ ভদ্রর কন্ঠস্বর বদলানো হচ্ছে।
উল্লেখ্য এই কালিঘাটের কাকুকে সংবাদমাধ্যমের সামনে বলতে শোনা গিয়েছে যে তদন্ত তার কাছে এসে থেমে যাবে। তার মালিক অভিষেক ব্যানার্জিকে কেউ ছুঁতে পারবে না।

Comments :0

Login to leave a comment