ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ হয়ে সৌদি প্রফেশনাল লিগের ক্লাব আল নাসরে পাড়ি দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২২ ফুটবল বিশ্বকাপের গ্রুপ স্টেজের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বের স্পটলাইটে আসে সৌদি আরব। রোনাল্ডোর আরব যাত্রার কথা সামনে আসতে স্বাভাবিক ভাবেই জোর চর্চা শুরু হয়েছে আল নাসরকে ঘিরেও। এক নজরে দেখে নেওয়া যাক আল নাসর ক্লাবের খুটিনাটি কিছু তথ্য।
২০ কোটি ইউরোরও বেশি পারিশ্রমিকের বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সৌদি ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন রোনাল্ডো। চলতি মরশুমে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সৌদি প্রফেশনাল লিগের প্রথম স্থানে রয়েছে আল নাসর।
১৯৫৫ সালে সৌদি আরবের রাজধানী রিয়াধ শহরে স্থাপিত হয় আল নাসর ক্লাব। আল নাসরের ডাকনাম হল ‘আল আলামি’ বা ‘আন্তর্জাতিক ক্লাব’। সৌদি রাজ পরিবারের সদস্যরা নানান সময় আল নাসর ক্লাবের শীর্ষপদ সামলেছেন। বর্তমান ক্লাব সভাপতি মুসল্লি আল মুয়াম্মারও সৌদি রাজ পরিবারের বিশেষ ঘনিষ্ঠ।
রোনাল্ডোর পাশাপাশি বিশ্ব ফুটবলের আরও দুই হেভিওয়েট আল নাসরের জার্সি গায়ে নিয়মিত খেলছেন। তাঁরা হলেন ক্যামেরুনের বিশ্বকাপ দলের অধিনায়ক ভিনসেন্ট আবুবাকার এবং কলম্বিয়ার অধিনায়ক ডেভিড ওসপিনা। ওসপিনা এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালের হয়েও গোলকিপিং করেছেন।
ভারতের আইএসএল’র মতো সৌদি আরবের ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর হল সৌদি প্রফেশনাল লিগ। ১৬ দলের এই লিগে নিয়মিত অংশ নেয় আল নাসর। ২০২১-২২ মরশুমে তৃতীয় স্থানে শেষ করেছিল রিয়াধের এই ক্লাব। সৌদি’র ক্লাব ফুটবলের ইতিহাসে সবথেকে সফল ক্লাব হল আল হিলাল। তাঁরা মোট ১৮ বার সৌদি প্রফেশনাল লিগ জিতেছে। সাফল্যের নিরিখে ঠিক তার পরেই রয়েছে আল নাসর। তাঁদের ক্লাব তাবুতে রয়েছে ৯টি সৌদি প্রফেশনাল লিগ বা এসপিএল খেতাব। ২০১৮-১৯ মরশুমে শেষবার লিগ খেতাব জিতেছে আল নাসর।
এশিয়া’র ক্লাব ফুটবলের সর্বোচ্চ স্তর হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। ১৯৯৫ সালে সেই টুর্নামেন্টে রানার্স হয় আল নাসর। মহাদেশীয় টুর্নামেন্টে এটাই তাঁদের সেরা পারফর্মেন্স।
এছাড়াও আল নাসর মোট ছয়বার সৌদি’র প্রথম সারির নক আউট টুর্নামেন্ট ‘কিংগ্স কাপ’ জিতেছে। এছাড়াও তিনবার ‘ক্রাউন প্রিন্স কাপ’, ৩ বার ফেডারেশন কাপ এবং ২বার সৌদি সুপার কাপও জিতেছে আল নাসর।
২০২২ মরশুম থেকে আল নাসরের কোচের পদে রয়েছেন প্রাক্তন ফরাসি ফুটবলার রুডি গার্সিয়া। তাঁর আমলে ১১ ম্যাচ খেলে ৮টি জিতেছে আল নাসর। সৌদি আরবে কোচিং করানোর আগে তিনি মার্সেই, লিলে, রোমা, লিওনের মতো প্রথম সারির ইউরোপীয় ক্লাবে কোচিং করিয়েছেন। ফলে তাঁর খেলানোর ধরণের সঙ্গেও রোনাল্ডোর মানিয়ে নিতে সমস্যা হবে না। এর পাশাপাশি আল নাসরের সহকারী কোচ, ফিটনেস কোচ, গোলকিপার কোচ সহ টেকনিক্যাল টিমের বহু সদস্য পর্তুগিজ। সেক্ষেত্রে ভাষাগত সমস্যার মুখেও পড়বেন না রোনাল্ডো।
Comments :0