গড়িয়ার ব্রহ্মপুরের কাঠের গুদামে ভয়াবহ আগুন। মঙ্গলবার সকালে হঠাৎ করে বন্ধ থাকা কাঠের গুদামে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আসে পাশের বাড়ি এবং বহুতলে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ দমকলে খবর দেওয়া হলেও তারা দেরি করে আসেন। দমকল আসতে দেরি করায় স্থানীয় মানুষজন জল ছিটিয়ে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে।
দমকল এলেও প্রাথমিক চেষ্টায় আগুন কোন ভাবে নিয়ন্ত্রণে আনা যায়নি। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আগুন। আগুনের লেলিহান শিখায় বহুতলের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র গুলি সম্পূর্ন ভাবে গলে গিয়েছে। কাঁচের জানালা ভেঙে গিয়েছে।
এক ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
যেই এলাকায় আগুন লেগেছে তা কলকাতা পৌরসভার ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাউন্সিলরকে খবর দেওয়া হলেও তিনি আসেননি। পরে দমকল এলে যখন কাউন্সিলর আসেন তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ জন।
Comments :0