শ্রীনগর থেকে ৯ তারিখই কলকাতার বিমানে চড়ার কথা ছিল। শুক্রবারই কলকাতার পর্যটক আশিস রায় জেনেছেন বিমানের সূচি পিছিয়ে করা হয়েছে ১৩ মে।
আর দেরি না করে দিল্লি রওনা হচ্ছেন সপরিবারে। দিল্লি থেকে কলকাতায় ফিরবেন কিভাবে, জানা নেই। কারণ কোনও ট্রেনের টিকিট মিলছে না।
শ্রীনগর থেকে ফোনে এই পর্যটক বললেন, ‘‘শুক্রবারও শ্রীনগরে ডাল লেকের পাশে আমাদের হোটেল থেকে গোলাগুলির আওয়াজ পাইনি। কিন্তু পুরো জায়গাটা থমথমে। হোটেল সামনে থাকছেন সেনা, সুরক্ষা বাহিনীর জওয়ানরা। তাঁরাই বলছেন প্লেনের অপেক্ষা না করে নিচে নেমে যেতে। ট্রেনে করে ফিরতে। বিমানবন্দর কবে চালু হবে ঠিক নেই।’’
রাজ্যের এই পর্যটক সস্ত্রীক কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বেশ কয়েকমাস আগে। ১ মে কাশ্মীরে পৌঁছে ঘোরা জন্য টিকিট থেকে হোটেল বুকিং, সবই করে রেখেছিলেন। ২২ এপ্রিল পহেলগামে হামলার জেরে বাতিল করেন ঘোরার ভাবনা।
পেশায় স্বর্ণ ব্যবসায়ী আশিস রায়ের বাড়ি বারাসতে। দোকান বৌবাজারে। তিনি বলছেন, ‘‘২২ এপ্রিলের পর ক’দিন অপেক্ষা করলাম। প্ল্যান বাতিল হওয়ায় ভালো লাগছিল না। ফের টিকিট কেটে ৩ মে পৌঁছালাম শ্রীনগরে। চেনা জায়গা। অসুবিধা হয়নি গোড়ায়’’।
রায় দম্পতি পৌঁছে দেখেছেন শ্রীনগরে পর্যটক কম। ৪ মে গুলমার্গে দেখেছেন আবার বহু পর্যটককে। শ্রীনগরে ফিরে দেখেছেন সুরক্ষাবাহিনী মোতায়েন করা হয়েছে বড় সংখ্যায়। গুলমার্গ থেকে নামার সময়েই দেখেছেন বহু সেনা জওয়ান নামানো হচ্ছে। জওয়ানদের মধ্যে বাঙালি কয়েকজনের সঙ্গে কথা হয়। ৫ তারিখ কারগিলে গিয়ে ওয়ার মেমোরিয়াল ঘুরেছেন। সেখানেও পর্যটক হাতেগোনা। ৬ তারিখ ফেরেন শ্রীনগরে।
আশিস রায় বলছেন, ‘‘সেদিন রাতেই ভারতীয় সেনা অভিযান চালায়। গুলি-বোমার আওয়াজ না শুনতে পেলেও বুঝতে পারি জায়গাটা থমথমে হয়ে গিয়েছে একেবারে। ডাল লেকের পাড়ে প্রচুর দোকান বসে। সেদিন জায়গাটা একেবারে ফাঁকা।’’
৭ তারিখ আশেপাশে ঘুরে কাটিয়েছেন হোটেলের ঘরে। জওয়ানের সংখ্যাও বেড়ে গিয়েছে। ৯ তারিখ ফেরার কথা থাকলেও বিমান সংস্থা জানায় সূচি বদলে ১০ তারিখ করা হয়েছে। ফের সূচি বদলে করা হয় ১৩ তারিখ। হোটেলের বাইরে জওয়ানদের সঙ্গে কথা হয়। তাঁরা পরামর্শ দেন প্লেনের অপেক্ষায় বসে না থেকে সড়কপথে জম্মু গিয়ে ট্রেন ধরতে।
আশিস রায় বললেন, ‘‘১০ তারিখ, শনিবার, জম্মু যাচ্ছি গাড়িতে। দিল্লির জন্য ট্রেনের টিকিট কাটা আছে। দিল্লি থেকে কলকাতার ট্রেনের টিকিট সব বুকড। প্লেনের ওপর ভরসা নেই। কিভাবে ফিরব এখনও বুঝতে পারছি না।’’
Kashmir Tourist Bengal
শ্রীনগরে পিছালো বিমান, ট্রেনের টিকিট অমিল, বিপাকে রাজ্যের পর্যটক

×
Comments :0