৮০ এবং ৯০’র দশকে বিশ্বের অন্যতম সাড়া জাগানো ফুটবলার ছিলেন ভিয়াল্লি। ১৯৯২ সালে ১কোটি ২৫ লক্ষ পাউন্ডের বিনিময়ে সাম্পডোরিয়া থেকে জুভেন্টাসে যোগ দেন ভিয়াল্লি। তখনকার সময়ের নিরিখে, এটা ছিল রেকর্ড পরিমাণ অর্থ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির হয়েও চুটিয়ে ফুটবল খেলেছেন ভিয়াল্লি। ১৯৯০ ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে ইতালি। সেই ব্রোঞ্জ মেডেল জয়ের পিছনেও ভিয়াল্লির ভূমিকা ছিল।
ফুটবল খেলতে খেলতেই ১৯৯৮-৯৯ মরশুমে চেলসির ম্যানেজারের দায়িত্বও সামলান ভিয়াল্লি। পরবর্তীতে ওয়াটফোর্ডের হয়েও কোচিং করিয়েছেন ভিয়াল্লি। ২০২০ সালে তিনি ফের একবার সাম্পডোরিয়ার সতীর্থ রবের্তো মানচিনির সঙ্গে জুটি বাঁধেন। মানচিনির কোচিং এবং ব্যাকরুমে ভিয়াল্লির ভূমিকার ফলে ২০২০ ইউরো কাপ জেতে ইতালি।
Comments :0