করনি সেনার নেতা হত্যায় বিশেষ তদন্ত দল গড়ল রাজস্থান। রাজধানী জয়পুর এবং পাঁচ জেলায় উত্তেজনা রয়েছে। করনি সেনার ডাকে দোকান বাজার বন্ধ রয়েছে বিভিন্ন এলাকায়।
রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে মঙ্গলবার তাঁর বাড়তি ঢুকে খুন করে একদল দুষ্কৃতী। অভিযুক্ত দুই দুষ্কৃতী সম্পর্কে তথ্য দিলে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। দুই দুষ্কৃতীকে গোগামেদির ঘরে ঢুকে খুনের ভিডিও ছড়িয়ে পড়েছে।
রাজস্থান পুলিশের ডিজি উমেশ মিশ্র জানিয়েছেন দুষ্কৃতীদের সম্পর্কে তথ্য মিলেছে। সূত্রের খবর, পাঞ্জাব পুলিশ গোগামেদিকে খুন করার আশঙ্কা জানিয়েছিল রাজস্থান পুলিশকে। দুষ্কৃতী চক্র লরেন্স বিষ্ণোই গ্যাঙয়ের সঙ্গে জড়িত রোহিত গোদারা নিজেই ‘খুন করানোর’ দাবি জানিয়েছে। তবে দুষ্কৃতী চক্রের উদ্দেশ্য জানানো হয়নি।
জয়পুর, বুন্দি, আজমেঢ়, সোয়াই মাধোপুর, চিতোরগড়ের মতো জেলায় এদিন বাজার দোকান বন্ধ থাকতে দেখা যায়। জয়পুরে মেট্রো হাসপাতালের সামনে রাজপুত করনি সেনার কর্মীরা রাস্তা আটকে বসে পড়ে। রাজ্যপাল কলরাজ মিশ্র পুলিশ এনং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।
পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর এসেছে যে দুষ্কৃতীদের একজন হরিয়ানার, আরেকজন রাজস্থানের। স্থানীয় এক কাপড় ব্যবসায়ীর আশ্রয়ে ছিল দুষ্কৃতীরা।
গোগামেদির সমর্থকরা ১১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। রাজস্থানে নির্বাচনে সরকার বদলে গিয়েছে। কংগ্রেসকে হারিয়ে সরকার গড়ছে বিজেপি।
GOGAMEDI RAJASTHAN MURDER
গোগামেদির খুনে উত্তেজনা রাজস্থানের ৫ জেলায়
×
Comments :0