Purulia Student

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার পুরুলিয়ার হোস্টেল

জেলা

Purulia Student


হোস্টেল থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুরুলিয়ার সাঁতুড়ি থানার অন্তর্গত মুরাডি গার্লস হাই স্কুলের হোস্টেল থেকে উদ্ধার হাওয়া ছাত্রীর নাম মধুমিতা সরেন। তার বাড়ি সাঁতুড়ি থানার অন্তর্গত লাটুলবাইদ গ্রামে। ওই স্কুলেরই সে একাদশ শ্রেণির ছাত্রী ছিল। এই মুহূর্তে একাদশ শ্রেণীর পরীক্ষা হয়ে যাওয়ায় হোস্টেলে কোন ছাত্রী ছিলনা। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রীদের অভিভাবকদের জানানো হয়েছিল আগামী দশই এপ্রিল আবাসিকদের হোস্টেলে নিয়ে আসতে। কিন্তু মধুমিতা সরেনের বাবা মাঝিরাম সরেন ৬ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার তার মেয়েকে হোস্টেলে দিয়ে যায়। সেই সময় বাকি ছাত্রীদের পরীক্ষা চলার জন্য হোস্টেল ফাঁকা ছিল। 

পরীক্ষা শেষে বাকি ছাত্রীরা হোস্টেলের রুমের  দরজা বন্ধ দেখলে জানালা দিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় মধুমিতা সরেনকে। তারা তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষকে খবর দেয় এবং স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়়। পুলিশ এসে  দরজা ভেঙে ঝুলন্ত দেহটি উদ্ধার করে। তারপর তাকে মুরাডি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
 

Comments :0

Login to leave a comment