পহেলগামে সন্ত্রাসবাদী হামলার আবহে ভারত-পাক সীমান্ত পাঠানকোটে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটকা পড়েন ডিউটিরত ভারতীয় জওয়ান পুর্ণম কুমার সাউ। ১২ দিন হয়ে গেল এখনও পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান। কেমন আছেন কি করছেন কবে ফিরবেন, তাই নিয়ে তাঁর বাড়িতে চলছে উৎকণ্ঠা আর প্রতীক্ষার পালা। শনিবার রাজস্থানে ভারত-পাক সীমান্ত সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় পাকিস্তানি রেঞ্জারকে আটক করে বিএসএফ। সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবার। পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান পুর্ণম কুমার সাউ’য়ের ছাড়া পেতে সুবিধা হবে মনে করছে তাঁর পরিবার। পূর্নমের স্ত্রী রজনী সাউ বলেন, এতদিন ফ্ল্যাগ মিটিংএ উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান। গতকাল পাক রেঞ্জার্স আটক হওয়ায় এবার অন্তত তাঁকে দিয়ে পূর্নমকে ছাড়াতে পারবে। রবিবার সাংবাদিকদের সামনে এমনটাই আশা প্রকাশ করে জানিয়েছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী।
জওয়ানের স্ত্রীকে ছেলে ও পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে পাঠান কোর্ট গিয়েছিলেন। সেখানে বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটেলিয়নের সিও’র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্ত করেন তাদের। কয়েকদিন ধৈর্য ধরতে বলেন। পূর্নমকে ফিরিয়ে আনার ব্যাপারে সব রকম চেষ্টা চলছে বলে জানানো হয়। পূর্ণ স্ত্রী জানান আরো কয়েকদিন অপেক্ষা করবেন তিনি। তারপর দিল্লিতে গিয়ে বিএসএফের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করবেন। তিনি বলেন, ১২ দিন হয়ে গেল কি অবস্থায় রয়েছে পূর্নম জানা নেই। তাই দুশ্চিন্তা বাড়ছে। তবে তার মধ্যে একটা স্বস্তির খবর পাকিস্তান রেঞ্জার্স জওয়ান আটক হওয়া।
BSF Jawan Detained By Pakistan
আশার আলো দেখছেন আটক জওয়ানের পরিবার

×
Comments :0