Jammu security forces killed 4

জম্মুতে সেনার গুলিতে নিহত চার উগ্রপন্থী সন্দেহভাজন

জাতীয়


জম্মুতে সেনার গুলিতে নিহত চারজন। নিহতরা উগ্রপন্থী ছিল বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের। পুলিশের দাবি বুধবার সকালে তায়ি ব্রিজের কাছে সিধরা বাইপাসে তল্লাসির জন্য একটি ট্রাক দার করায় সেনারা। তখনই ট্রাক থেকে সেনাদের লক্ষ্যকরে গুলি ছোড়া হলে পাল্টা গুলি করে সেনারা। তাতেই ওই চার জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।


জম্মুর অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ সিং জানান ওই এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করছিল ট্রাকটি। বুধবার সকাল ৭.৩০ নাগাদ ট্রাকটিকে আটকায় সেনারা। সেনা ও উগ্রপন্থীদের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গুলির লড়াই চলে বলে দাবি মুকেশ সিংয়ের। ট্রাকের চালক পলাতক। নিহত উগ্রপন্থীদের কাছ থেকে সাতটি একে ৪৭ রাইফেল, একটি এম ৪ রাইফেল ও তিনটি পিস্তল ও প্রচুর বিষ্ফোরক উদ্ধার করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment