চলছে বিধানসভার অধিবেশন। মণিপুর নিয়ে আলোচনা হবে বিধানসভায়। সোমবার যখন মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাবের ওপর আলোচনার করার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল তখণ বিধানসভার বাইরে চাকরির দাবি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন যোগ্য চাকরি প্রার্থীরা।
এদিন নিয়োগের দাবিতে ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা বিধানসভার বাইরে জড়ো হন। তাদের দাবি তারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে নিজেদের বঞ্চনার কথা জানাবেন। কিন্তু অন্যদিনের মতো এদিনও তাদের কোন কথা শোনা হয়নি। টেঁনে হিঁচড়ে মাটিতে ফেলে মহিলা এবং পুরুষ চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়।
উল্লেখ্য এই বিষয় নিয়ে বিধানসভায় সাংবাদিক সম্মেলনে তৃণমূল বিধায়ক তাপস রায় যেমন কোন মন্তব্য করেননি, তেমন বিজেপির পক্ষ থেকেও কোন কথা বলা হয়নি।
চাকরি প্রার্থীরা একাধিক বার নিয়োগের দাবিতে পথে নেমেছেন। মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়ে নিজেদের কথা তারা জানাতে চেয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির সময় হয়নি তাদের কথা শোনার।
Job seekers aggitation
বিধানসভার সামনে থেকে টেঁনে হিঁচড়ে গ্রেপ্তার চাকরি প্রার্থীদের
×
Comments :0