Karnataka

কর্ণাটকে শুরু হচ্ছে তপশিলি জাতি জনগণনা

জাতীয়

চলতি মাসের ৫-১৭ মে পর্যন্ত কর্ণাটকে চলবে তপশিলি জাতি জনগণনা। সোমবার জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতি নাগামোহন দাসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাজ্যে ১০১ টি তপশিলি জানি এবং উপজাতির জনসংখ্যা সংক্রান্ত সব রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। 

মুখ্যমন্ত্রী সোমবার জানিয়েছেন রাজ্যে তপশিলি জাতি এবং উপজাতির কতজন মানুষ আছেন তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান সম্পর্কে সম্পূর্ন তথ্য নিজেদের কাছে রাখতে চায় সরকার।

তিনি জানিয়েছেন এর আগে ২০১১ সালে জনগণনার রিপোর্টে ভিত্তিতে সরকার বিভিন্ন প্রকল্প এই সব মানুষদের জন্য তৈরি করেছে। তিনি আরও বলেন, অনেকে নিজেদের তপশিলি জাতির বলে দাবি করেন। কিন্তু তারা তাদের উপজাতি উল্লেখ করেন না। এই গণনার ফলে কতজন তপশিলি জাতি এবং উপজাতির তার চিত্র সামনে আসবে। 

সিদ্দারামাইয়া জানিয়েছেন গত বছর ১ আগস্ট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেই রায় দেওয়া হয়েছে তার ভিত্তিতেই রাজ্য সরকার এই সিদ্ধান নিয়েছে। গতবছর শীর্ষ আদালতের পক্ষ থেকে বলা হয় যে, রাজ্য গুলো নিজেদের রাজ্য তপশিলি জাতির জনগণনা করতে পারে এবং তার তথ্য তারা তাদের কাছে রাখতে পারে। 

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ৬৫ হাজার শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে এই জনগণনায় অংশ নেবেন। এছাড়া কোন ব্যাক্তির বাড়ি যদি তারা না যায় তবে ওই ব্যাক্তি ১৯ এবং ২০ মে বিভিন্ন জায়গায় হওয়া রাজ্য সরকারের ক্যাম্পে গিয়ে তথ্য জমা দিতে পারবে। 

উল্লেখ্য চাপের মুখে পড়ে জাত ভিত্তিক জনগণনার কথা ঘোষনা করেছে কেন্দ্রীয় সরকার। 

Comments :0

Login to leave a comment