Kerala Blast

বিস্ফোরক তারই তৈরি করা দাবি কেরালা বিস্ফোরণের অভিযুক্ত

জাতীয়

বিস্ফোরক তৈরি করতে খরচ হয়েছিল তিন হাজার টাকা। সংশ্লিষ্ট সম্প্রদায়ের ওপর ক্ষোভের কারণে ঘটিয়ে ছিলেন রবিবারের বিস্ফোরণের ঘটনা। কেরালা বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত ডমিনিক মার্টিন পুলিশকে এমনই জানিয়েছেন বলে সেই রাজ্যের প্রশাসন সূত্রে খবর।
কেরালা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে উপসাগরে প্রায় এক বছর কাজ করেছেন এই ব্যাক্তি সেখানেই তিনি শিখেছেন কি ভাবে বিভিন্ন বৈদ্যুতিক জিনিস একত্রিত করতে হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাজি তৈরি করার বারুদ ব্যবহার করে এই বিস্ফোরক তৈরি করেছেন মার্টিন। সেই কাজ নিজের বাড়িতে বসেই তিনি করেছেন বলে তদন্তকারিরা দাবি করেছেন। 
উল্লেখ্য রবিবারের ঘটনার আগে সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি সেখানে তিনি দাবি করেন ওই নির্দিষ্ট সম্প্রদায় সাধারণ মানুষকে বিভিন্ন বিষয় বিভ্রান্ত করছে। 
রবিবার কেরালার কালমসেরির একটি প্রার্থনা সভায় বিস্ফোরণ ঘটে। একজন ১২ বছর বয়সী কিশোরী সহ তিনজনের মৃত্যু হয়েছে। অহত হয়েছেন একাধিক। ঘটনার তদন্তে নামে কেলারা পুলিশ এবং এএনআইএ। তদন্ত শুরু হওয়ার পর এই ব্যাক্তি প্রশাসনের কাছে আত্মসম্পর্ণ করেন।

Comments :0

Login to leave a comment