মহারাষ্ট্রের থানেতে ব্রিজ তৈরির সময় ক্রেন ভেঙে পড়ে মারা গেলেন ১৭ জন। তার মধ্যে ৬ জন ইঞ্জিনিয়ার এবং ১১ জন নির্মাণ শ্রমিক রয়েছেন।
থানে জেলার শাহপুর মহকুমার খুতাদি সরলম্বে গ্রামে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় পর্যায়ের কাজ চলছে। ব্যবহার করা হয় একটি বিশেষ ধরনের ক্রেন, যাকে বলা হয় গার্ডার লঞ্চিং মেশিন। আচমকাই ভেঙে পড়ে যন্ত্রটি। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
উদ্ধারে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
আধিকারিকদের অনুমান ভেঙে পড়া ক্রেন এর নিচে আরো ৬ জন শ্রমিক আটকে রয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে পুলিশ এবং দমকল কর্মীরা উদ্ধারের কাজ করছেন উদ্ধারের কাজে নেমেছেন স্থানীয় মানুষও।
এই দুর্ঘটনায় ২১ জন মৃত এদের মধ্যে ধূপগুড়ির ২ জন ময়নাগুড়ির ২ জন রয়েছে বলে জানা যাচ্ছে। গনেশ রায় (৩৮) প্রদীপ রায় (৩৬) দুইজন মুম্বইয়ের নাগপুরে একটি নির্মীয়মাণ সংস্হায় কাজ করতেন। দূঘটনার কবলে পরে তাদের মৃত্যু হয়েছে।
Comments :0