মুর্শিদাবাদে আজও পুলিশের ভূমিকা নিয়ে নীবর মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কাছে শুধু আবেদন জানালেন কোন প্ররোচনায় পা না দিতে। এদিন সরকারি অনুষ্ঠান থেকে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের হাতে নতুন বাড়ির প্রতীকী চাবি তুলে দেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি কিংবা কোন মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবেন না। আমি সব ধর্মকে ভালোবাসি। হিংসা ছড়াতে এলে মা বোনেরা তা রুখবেন।’’ মুখ্যমন্ত্রী সভা থেকে বলছেন হিংসা ছড়াতে এলে মহিলাদের তা রুখতে হবে, তিনি একবারও বললেন না এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য তার প্রশাসন সতর্ক থাকবে।
ওয়াকফ বিলের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। প্রাণ যায় তিনজনের। ঘর ছাড়া হয় বহু। অভিযোগ ওঠে পুলিশকে ঘটনার সময় ডাকা হলেও আসেনি। এদিন এই নিয়ে একটাও কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর মুখে।
গত সোমবার সাংবাদিক সম্মেলনে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘ওয়াকফ নিয়ে মিছিলের পর সাম্প্রদায়িক হিংসা ছড়ায় মুর্শিদাবাদে। আধা সেনা নামানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাতারাতি তা তুলে নেওয়া হয়। কার নির্দেশে তোলা হয় আধা সেনা? সেনা তুলে নেওয়ার পর ফের নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয় মুর্শিদাবাদে।’’
তিনি বলেন, ‘‘এতদিন পর আজ মমতা মুর্শিদাবাদ গিয়েছেন। বিডিও দপ্তরে ডেকে টাকা দেওয়ার ছক করেছেন। নিজের অহংকার দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। উনি দাঙ্গাবাজদের ‘ক্রিমিনাল’ বলছেন, সাম্প্রদায়িক বলছেন না। রাজ্যে সাম্প্রদায়িক হিংসা থাবা বসাচ্ছে। বাংলাদেশ বা পহেলগামের ঘটনার পর দেখা যাচ্ছে কী ভাবে রাজ্যে সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে।’’
মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, ‘‘আমরা আজও বিচার বিভাগীয় তদন্তের দাবি করছি। দিঘার মন্দির উদ্বোধন করে আজ গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বলছেন রাষ্ট্রপতি শাসনের কথা। মানুষকে বুঝতে হবে এরা দু’পক্ষই রাজ্যের ক্ষতি করছে, সম্প্রীতি নষ্ট করছে।’’
সেলিম আরও বলেন, ‘‘রবীন্দ্র নজরুলের কথা মাথায় রেখে বলছি, যারা দেশকে ভালোবাসেন তাঁরা এই দানবীয় শক্তির বিরুদ্ধে এক হোন। গোটা রাজ্যে এই সময়কালে এর বিরুদ্ধে নানান কর্মসূচি হবে। আরজি কর আন্দোলনের সময় সবাই নেমেছিলেন। আজ আবার নামতে হবে। রবীন্দ্র নজরুলকে সামনে রেখে আমাদের মানুষের কাছে নিজেদের কথা নিয়ে যেতে হবে। সাম্প্রদায়িকদের চিহ্নিত করতে হবে।’’
এদিন মমতা জানিয়েছেন কাশ্মীরে নিহত সেনাকর্মী ঝন্টু আলি শেখের স্ত্রীকে রাজ্য সরকারের পক্ষ থেকে হোম গার্ডের চাকরি দেওয়া হবে।
Mamata Banarjee
পুলিশ নিয়ে চুপ, মমতার মুখে শুধু প্ররোচনায় পা না দেওয়ার কথা

×
Comments :0