MARTINA NAVRATILOVA

ক্যান্সারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা

খেলা

martina navratilova cancer tennis Wimbledon grand slam

গলা এবং স্তন ক্যান্সারের শিকার হলেন কিংবদন্তী টেনিস খেলোয়াড় মার্টিনা নাভ্রাতিলোভা। সোমবার নিজেই টুইট করে একথা জানান মার্টিনা। ২০১০ সালেও একবার ক্যান্সার আক্রান্ত হন মার্টিনা। প্রথম পর্যায় ধরা পড়ায় সেবার পুরোপুরি ক্যান্সারকে হারাতে সক্ষম হয়েছিলেন ১৮বার মহিলাদের গ্র্যান্ড স্ল্যামস সিঙ্গলস টুর্নামেন্ট জয়ী এই টেনিস তারকা। 

নাভ্রাতিলোভা জানিয়েছেন, দুটি ক্যান্সারই প্রথম পর্যায় ধরা পড়েছে। জানুয়ারির শেষের দিক থেকে নিউ ইয়র্ক শহরে তাঁর চিকিৎসা শুরু হবে। ২০২২ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডাব্লুউটিএ ফাইনাল চলাকালীন গলার কাছে একটি মাংসপিন্ড দেখতে পান মার্টিনা। বায়োপসির করে জানা যায়, তিনি স্টেজ ওয়ান থ্রোট ক্যান্সারে আক্রান্ত। একইসঙ্গে প্রথমিক পর্যায়ের ব্রেস্ট ক্যান্সারের হদিসও মেলে তাঁর শরীরে। যদিও দুটির মধ্যে কোনও যোগসূত্র নেই। 

 

Comments :0

Login to leave a comment