Fire

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকান্ড, সর্বস্বান্ত বহু পরিবার

রাজ্য কলকাতা

ছবি - অচ্যুত রায়।

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকান্ড। বস্তির একধিক ঘর আগুনে জ্বলছে। পরপর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঘরগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিন সকালে হাওয়ার গতি বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এখনও প্রর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ওই এলাকায় থাকা প্রায় সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর। রবিবার সকালে আগুল লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও অনেকগুলি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়।

দমকলকর্মীদের তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তাদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বেলা পৌনে একটার পাওয়া খবরে জানা গেছে আগুন নিয়ত্রণে এসেছে। পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরগুলি থেকে সর্বস্ব হারানো মানুষগুলি পুড়ে যাওয়া জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন। 

Comments :0

Login to leave a comment