MOHUNBAGAN VS FC GOA

ঘরের মাঠে জয় পেল মোহনবাগান

খেলা

ISL GOA BENGALURU INDIAN FOOTBALL MOHUNBAGAN KOLKATA FOOTBALL জয়ের নায়ক পেত্রাতস। ছবি: অচ্যুৎ রায়

ঘরের মাঠে এফসি গোয়াকে ২-১ গোলে হারাল এটিকে মোহনবাগান। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরুতেই, ৯ মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাতসের গোলে এগিয়ে যায় সবুজ-মেরুণ। যদিও সেই ব্যবধান দীর্ঘস্থায়ী হয়নি। ২৫ মিনিটের মাথায় আনওয়ার আলি’র গোলে সমতা ফেরায় গোয়া। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় মোহনবাগান। এবং সেই আক্রমণের চাপে ভেঙে পড়ে গোয়ার রক্ষণভাগ। ৫২ মিনিটের মাথায় এটিকে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন হুগো বুমোস। এরপর একাধিক বার ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় গোয়া। খেলার ফলাফল অপরিবর্তিত থাকে।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান। অপরদিকে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রইল গোয়া। 

Comments :0

Login to leave a comment