Mongol Sobhajatra Baharampur
বহরমপুরে মঙ্গল শোভাযাত্রা
×
বহরমপুরে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ। বহরমপুরের ভৈরবতলা থেকে শুরু হয় শোভাযাত্রা। কল্পনা মোড়, গির্জার মোড় হয়ে শেষ হয় রবীন্দ্রসদনে। শোভাযত্রায় উঠে এলে মুর্শিদাবাদের সংস্কৃতির বিভিন্ন উপাদান। কান্দির রণপা, ঘোড়া নাচের শিল্পীদের পাশাপাশি শোভাযাত্রায় ছিলেন মুর্শিদাবাদের মুসলিম বিয়ের গানের শিল্পীরাও । শোভাযাত্রায় পা মেলান সাগরদিঘির আদিবাসী লোকশিল্পীরা। শামিল হল শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
Comments :0